আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
আদালতে হাজিরা শেষে রিমান্ডে মমতাজ
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৫
প্রভাত সংবাদদাতা, মানিকগঞ্জ: কড়া পাহারায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজিরা শেষে বেলা সাড়ে ১২টার দিকে তাকে রিমান্ডে নেওয়া হয়। এসময় তবে আদালত চত্বরে মমতাজ বেগমের ফাঁসির দাবিতে স্লোগান দেন জেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে মানিকগঞ্জ আদালত পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। হাজিরা শেষে সিংগাইরে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হবে ও হরিরামপুরে দুই দিনের রিমান্ডে নেওয়া হবে।
মানিকগঞ্জ-২আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন কিছু মানুষ। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতি এড়াতে আদালতে নেওয়া হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। সিংগাইরে চার হত্যাকাণ্ডসহ দুই মামলার নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে।
সিংগাইর থানায় করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন না মঞ্জুর করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.