আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
‘ক্যারাটে কিড: লেজেন্ডস’ ছবিতে নাচবেন জ্যাকি চ্যান ও অজয় দেবগণ
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৫
প্রভাত বিনোদন : দুই অ্যাকশন লিজেন্ড জ্যাকি চ্যান ও অজয় দেবগণ। এবার তাদেরকে একসঙ্গে দেখা যাবে ‘ক্যারাটে কিড: লেজেন্ডস’ ছবিতে। ছবির প্রোমোশনের অংশ হিসেবে এর টিজারে তাদের মধ্যে দেখা যায় এক হালকা মেজাজে কথোপকথন, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।
সনি পিকচার্স ইন্ডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, মিস্টার হ্যান চরিত্রে ফিরছেন জ্যাকি চান। তিনি মজা করে অজয়কে বলেন, ‘তুমি লড়াই করো, আমি নাচি’ অর্থাৎ অ্যাকশন অজয় সামলালে, তিনি চান শুধুই নাচ করতে। এমন মন্তব্যে দুই তারকাই হেসে ফেলেন এবং জ্যাকিকে বলিউডের নাচের ছন্দে হাত-পা নাড়তেও দেখা যায়। তিনি বলেন, ২০১৭ সালের ভারত-চিন যৌথ প্রযোজনার ছবি ‘কুং ফু যোগা’র কথা, যেখানে বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে ভারতীয় নাচের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা এখনও তার মনে গেঁথে রয়েছে।
অন্যদিকে, সাধারণত গম্ভীর ও রাশভারী ভাবমূর্তিতে পরিচিত অজয় দেবগণকে এই টিজারে একেবারে প্রাণবন্ত দেখা গেছে। ভক্তরা এমন অজয়কে দেখে বেশ উচ্ছ্বসিত। ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। কমেন্ট বক্সে একজন লেখেন, ‘এটা কেমন লেজেন্ডারি ক্রসওভার’ আরেকজন বলেন, ‘এই কোল্যাবই সবকিছু!’ কেউ টিজারের সঙ্গে আরও একটি দারুণ খবর প্রকাশ্যে এসেছে—এই সিনেমায় অজয় দেবগণ ও তার ছেলে যুগ দেবগণ কণ্ঠ দিচ্ছেন দুই গুরুত্বপূর্ণ চরিত্রে। অজয় কণ্ঠ দেবেন মিস্টার হ্যান চরিত্রে, আর তার ছেলে যুগ, যার এটা প্রথম ভয়েস ওভার অভিজ্ঞতা, কণ্ঠ দেবে সিনেমার মুখ্য চরিত্র লি ফং-এর (অভিনয় করছেন বেন ওয়াং)।
‘ক্যারাটে কিড: লেজেন্ডস’-এর কাহিনি নিউ ইয়র্ক শহরে আবর্তিত। চিন বংশোদ্ভূত এক কুং ফু প্রতিভাবান কিশোর লি ফং-এর জীবন সংগ্রাম, নতুন স্কুলে মানিয়ে নেওয়া, নতুন বন্ধুত্ব গড়ে তোলা এবং একজন স্থানীয় কারাটে চ্যাম্পিয়নের সঙ্গে চূড়ান্ত মুখোমুখির প্রস্তুতির কাহিনি তুলে ধরা হয়েছে। তার পাশে থাকবে দুই মেন্টর—মিস্টার হ্যান (জ্যাকি চান) ও ড্যানিয়েল লারুসো (র্যাল্ফ ম্যাকিও)। গল্পে থাকবে আত্ম-অন্বেষণ, সাহস এবং ব্যক্তিগত বিকাশের স্পর্শ। ‘ক্যারাটে কিড: লেজেন্ডস’ মুক্তি পাবে চলতি মাসের ৩০ মে। ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.