আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
বাভুমাকে ছাড়িয়ে সুর্যকুমারের নতুন বিশ্বরেকর্ড
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: আইপিএলের প্রথম আসরে যত মেলবন্ধন ক্রিকেট দুনিয়াকে বড় স্বপ্ন দেখিয়েছিল, তার মাঝে অন্যতম ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বকালের দুই অন্যতম সেরা ব্যাটার সনাৎ জয়সুরিয়া এবং শচীন টেন্ডুলকারকে দিয়ে নিজেদের ওপেনিং জুটি সাজিয়েছিল তারা। ২০০৮ সালের সেই জয়সুরিয়া-শচীন জুটি টি-টোয়েন্টি ক্রিকেটকেই নতুন এক বার্তা দিয়েছিল। সেই আসরেই নিজের মারকুটে ব্যাটিং উপহার দিয়েছিলেন জয়সুরিয়া। পুরো আসরে হাঁকিয়েছিলেন ৩১ ছক্কা। পরের ১৮ বছর ধরে সেটাই থেকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর ঘটনা। মাঝে ২০২০ আসরে ঈশান কিশান খুব কাছেই চলে গিয়েছিলেন।
সেবারেও হয়নি অবশ্য। ঈশান কিশান থেমেছিলেন ৩০ ছক্কায়। অবশেষে ২০২৫ সালে এসে ভাঙ্গল জুয়সুরিয়ার ৩১ ছক্কার রেকর্ড। ভারতের ক্রিকেটে স্কাই নাম পেয়ে যাওয়া সুর্যকুমার যাদব এই মৌসুমে নিশ্চিত করেছেন নিজের ৩২তম ছক্কা। আর তাতেই ১৭ বছর পর পেছনে পড়লেন লঙ্কান গ্রেট সনাৎ জয়সুরিয়া।
আর জয়সুরিয়ার রেকর্ড ছাড়ানোর দিনে একটা বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন ভারত দলের এই তারকা ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে অন্তত ২৫এর বেশি স্কোর করার বৈশ্বিক কীর্তি এখন তার। ২০১৯-২০ মৌসুমে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা টানা ১৩ ইনিংসে ২৫ বা এর বেশি রান করেছিলেন। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ৫৭ রান করে সেটা ছাড়ালেন সুর্য। এই মুহূর্তে টানা ১৪ ম্যাচে ২৫বা এর বেশি রান আছে সুর্যকুমার যাদব। ৫৭ রান করার মাধ্যমে এই মৌসুমে ৬৪০ রান করলেন সুর্যকুমার যাদব। সেটাও মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির জন্য রেকর্ড বটে। এক মৌসুমে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি। এর আগে ২০১০ সালে ৬১৮ রান করেছিলেন শচীন। তাকে ছাড়িয়ে গেলেন সুর্য।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.