আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
শাহরুখের প্রশংসা করে সালমানের সমালোচনায় কারিনা
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৫
প্রভাত বিনোদন : অভিনেত্রী হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত নাম করিনা কাপুর। শাহরুখ, সালমান ও আমির, বলিউডে তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। এদের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন খানকে নিয়ে মুখ খুলেছেন ‘নবাব বেগম’। যেখানে দুজনের প্রশংসায় মাতলেও সালমানকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন অভিনেত্রী।
উমেশ জীভনানির সঙ্গে কথোপকথনে করিনাকে প্রশ্ন করা হয়, তিন খান সম্পর্কে তার মতামত কী? এই প্রশ্নে অকপট কারিনা বলেন, ‘শাহরুখের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন না। আমি ওর প্রেমেই পড়ে যাই। আমি যদি তার সম্পর্কে বলতে শুরু করি, তাহলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারব। অমিতাভ বচ্চন ও শাহরুখ এই দুই অভিনেতাই আমার খুব প্রিয়। শাহরুখের ‘পাশের বাড়ির ছেলে’ টাইপ ব্যক্তিত্বটাই তাকে আকর্ষণ করে বলে জানান কারিনা। আর আমির? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমিরও ভালো। হাম হ্যায় রাহি প্যায়ার কে এবং কিউএসকিউটি (কায়ামত সে কায়ামত তক) ছবিতে আমার আমিরকে সত্যিই ভালো লেগেছে। কিন্তু তিন খানদের মধ্যে যদি বাছতে বলেন, তাহলে আমি শাহরুখের ভক্ত।’ আর সালমানকে নিয়ে কী বলতে চান? এই প্রশ্নে কারিনার সাফ জবাব, ‘আমি মোটেও সালমানের ভক্ত নই। ওকে পছন্দ করি না, খুব খারাপ অভিনেতা। আমি এটা সালমানকে বলিও, সে সবকিছুকেই অতিরঞ্জিত করে তোলে।’ এদিকে াকরিনার এমন সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। বিশেষ করে সালমানের ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রীর এমন মন্তব্য।
প্রসঙ্গত, শাহরুখের সঙ্গে অশোকা (২০০১), রা.ওয়ান (২০১১)-এর মতো ছবিতে অভিনয় করেছেন কারিনা। আবার আমিরের সঙ্গেও থ্রি ইডিয়টস (২০০৯), লাল সিং চাড্ডা (২০২২)র মতো ছবিতে কাজ করছেন তিনি। আর ‘ভাইজান’ সালমানের সঙ্গে বডিগার্ড (২০১১), কিঁউ কি (২০০৫) এবং ম্যায় অর মিসেস খান্নার (২০০৯) মতো ছবিতে কাজ করেছেন কারিনা।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.