আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
খারাপ কিছু করলে মানুষ খারাপ বলবেই : কেয়া পায়েল
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৫
প্রভাত বিনোদন : ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মিডিয়াতে কাজ করা নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি উল্লেখ করেন যে, খারাপ কিছু করলে মানুষ খারাপ বলবেই। কেয়ার মতে, ‘এটা তো একটা কাজেরই জায়গা। আমি মিডিয়াটাকে কাজ হিসেবেই দেখি সবসময়। যে আমি যখন সকালে যাবো এবং রাতে ব্যাক করবো যতটুকু সময় আমি সেখানে থাকবো ততটুক সময় আমি চিন্তা করি যে এটা আমার কাজ। যেভাবে উচিত কাজটাকে শেষ করে আমি সেভাবে করি। আর যখন আমি বাসায় চলে আসি তখন আমি আমার মত বাসায় যে রকম থাকা উচিত সেরকমই থাকি। ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কেয়ার ভাষ্য, ‘সম্পর্ক কিংবা আমার পরিবার সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। সেটা আমার কাজের সাথে রিলেটেড না। মিডিয়া হচ্ছে আমার কাজের জায়গা সেখানে আমার ব্যক্তিগত কিছু কখনো যুক্ত করতে চাই না। তিনি বলেন, আমার কাজ যারা দেখে পরিচিত মানুষ কিংবা যারা আমাকে পছন্দ করে তারা কখনো বলে না আপু আপনার এই জিনিসটা আমার খারাপ লেগেছে। আমি ওইভাবেই চলি। মিডিয়াতে যারা একান্তই কাজ করে কিংবা কাজের যে মানুষগুলো তাদেরকে নিয়ে কিছু বলার নাই। তাদেরকে নিয়ে কখনো বলবেও না।
অভিনেত্রীর কথায়, ‘তাকে নিয়েই বলবে যে হয়ত কাজ ছাড়া অন্য কিছু করে। এটা শুধুমাত্র মিডিয়া না আমাদের ব্যক্তিগত জীবন যদি চিন্তা করি কিংবা সেটা আমার পড়াশোনা হোক যেখানেই হই না কেন। সেখানে যদি আমি খারাপ কিছু করি সেখানে আর দশ জন মানুষ খারাপ বলবেই।’
Copyright © 2025 প্রভাত. All rights reserved.