আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৫
প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা : এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। গতকাল বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই কর্মবিরতি কর্মসূচির আয়োজন করে।
কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. সুলভ মিয়া খাজা, কার্যনির্বাহী সভাপতি নুরুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ফজলুল হক মাসুদ ও সুমন কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক পলাশ মিয়া, সদস্য কাজল কুমার সরকার, উৎপল বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, তাদের সঙ্গে বৈষম্য হয়েছে। তাই সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা বলেন, অনতিবিলম্বে ২০০৪ সালের প্রজ্ঞাপন সংশোধন করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ১০০% বেতন ভাতা ও উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান। তারা বলেন, ২৯মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে। আগামী ১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.