আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
বাগবিতণ্ডা ও হাতাহাতি, হেলমেট ধরে টান দিলেন দক্ষিণ আফ্রিকার বোলার
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: ঘটনাটি ঘটে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের ইনিংসে ১০৪তম ওভারে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের বোলার ইনোসেন্ট এনতুলির করা প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপরই রিপনের দিকে এগিয়ে যান এনতুলি, ধাক্কা দেন। বাংলাদেশের পেসার রিপন তাঁকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাগবিতণ্ডার এক পর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এনতুলি। রিপন তাঁকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন আবারও। পরে দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন। ততক্ষণে অবশ্য এক দফা হাতাহাতি হয়ে গেছে দুই ক্রিকেটারের মধ্যে। মিরপুরে বাংলাদেশ এইচপি ও দক্ষিণ আফ্রিকা এইচপির মধ্যে দুটি চারদিনের ম্যাচের শেষটিতে দ্বিতীয় দিনে এই অনাকাক্ষিত ঘটনা ঘটেছে। উদীয়মান ক্রিকেটারদের এমন আচরণ নজরে এনেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। তিনি বলেছেন, ‘আম্পায়ার রিপোর্ট দেবে। এরপর আমরা এটির বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এখনই তাই কী হবে বলা যাচ্ছে না।’
ম্যাচটির প্রথম শ্রেণির মর্যাদা না থাকলেও এই ঘটনায় শাস্তি হতে পারে খেলোয়াড়দের। সিরিজের শেষ ম্যাচ হওয়ায় কীভাবে শাস্তি দেয়া হবে অথবা কার্যকর হবে তা বোর্ডের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সেলিম শাহেদ।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের এই ম্যাচটিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ এইচপি। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৭১ রানে অলআউট হয়েছে। রিপনের উইকেটটি শেষ পর্যন্ত তুলে নিয়েছেন এনতুলিই। তাঁর বলে স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৪৩ রান করেন রিপন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.