আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
মগবাজারে কুপিয়ে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর মগবাজারের গ্রীনওয়ে গলিতে চাপাতি দিয়ে কুপিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ, মোবাইল ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ বলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পেশাদার ছিনতাইকারী। তারা হলেন- সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুটি চাপাতি, একটি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া সামগ্রীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে সকাল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে মগবাজার গ্রীন ওয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক শিক্ষার্থী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকেন। পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করেন।
কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থী মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ গত ২৫ মে হাতিরঝিল থানায় মামলা করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.