আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
১৬ হাজার কোটি টাকা খরচ করে উয়েফা কনফারেন্স লিগ জিতেছে চেলসি
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার চার দিনের মাথায় টড বোয়েলি যুগে প্রথম ট্রফি ঘরে তুলল ইংলিশ ক্লাবটি। বুধবার (২৮ মে) রাতে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।
পশ্চিম লন্ডনের ক্লাবটির কনফারেন্স লিগ জেতা অবধারিতই ছিল। ইউরোপের মহাদেশীয় ফুটবলের তৃতীয় স্তর কনফারেন্স লিগ। এই টুর্নামেন্টের অন্য দলগুলোর সঙ্গে আর্থিক সামর্থ্য এবং স্কোয়াডের গভীরতায় ব্যবধান এতটাই বেশি ছিল যে টুর্নামেন্টের শুরু থেকে চেলসিই পরিষ্কার ফেবারিট ছিল। কনফারেন্স লিগে আস্তানা, হাইডেনহাইম ও জুরগার্ডেনের মতো অখ্যাত সব শহরে খেলতে হয়েছে চেলসিকে।
টুর্নামেন্টে বেতিস ছিল চেলসির সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। বুধবার ফাইনালের প্রথম ঘণ্টায় লা লিগার দলটি ম্যাচে ভালোভাবেই দাপট দেখিয়েছে। নবম মিনিটে আবদে এজ্জালজুলির গোলে এগিয়েও যায় বেতিস। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে চেলসি। দ্বিতীয়ার্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বড় জয় তুলে নেয় তারা।
এ সময়ে মঞ্চ নিজের করে নেন কোল পালমার। ৬৫ থেকে ৭০, মাত্র ৫ মিনিটের মধ্যে দুটি অসাধারণ গোল বানিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। প্রথমে দারুণ এক ক্রসে এনজো ফার্নান্দেজকে এনে দেন সহজ এক হেড করার সুযোগ। এরপর চমৎকার এক পাসে গোল করান নিকোলাস জ্যাকসনকে দিয়ে। শেষদিকে বদলি হিসেবে নামা জেডন সাঞ্চো তৃতীয় গোলটি করেন ডান পায়ের নিখুঁত শটে। যোগ করা সময়ে ময়জেস কাইসেদো করেন চতুর্থ গোলটি।
দারুণ এই জয়ে চেলসি যেন নতুন যুগের সূচনার বার্তাই দিল। ২০২২ সালের মে মাসে রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি ক্লাব কিনে নেন টড বোয়েলি ও তাঁর ক্লিয়ারলেক ক্যাপিটাল। এরপর ১ বিলিয়ন পাউন্ডের (প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা) বেশি খরচ করেও সাফল্য ধরা দিচ্ছিল না। চ্যাম্পিয়নস লিগ নয়, ইউরোপা লিগও নয়, চেলসিকে খেলতে হয়েছে কনফারেন্স লিগে—ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ ছিল এটাই। তবে কোথাও না কোথাও থেকে তো শুরু করতেই হয়। ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতায় জিতেও ইতিহাস গড়েছে চেলসি, পুরুষ ফুটবলে উয়েফার সব ক্লাব প্রতিযোগিতায় শিরোপা জেতা প্রথম ক্লাব তারাই।
ট্রফি জয়ের চক্র পূরণ করা অবশ্য নতুন কিছু নয় চেলসির জন্য। ২০২২ সালে ক্লাব বিশ্বকাপ জিতে আব্রামোভিচ যুগে সম্ভাব্য সব ট্রফি জয় করেছিল দলটি। সেটিই ছিল তাঁর সময়ের শেষ ট্রফি। এরপরই রাজনৈতিক চাপের মুখে ক্লাব বিক্রি করতে বাধ্য রুশ ধনকুবের আব্রামোভিচ। আব্রামোভিচের সময়ে চেলসির ট্রফি জয় নিয়মিত ঘটনা। এবার বোয়েলিদের অধীন সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনার লড়াই। কনফারেন্স লিগ জয় সেই নতুন পথচলারই প্রথম ধাপ।
গত তিন বছরে ক্লাবের প্রতিটি স্তরে বিপুল পরিবর্তন এসেছে। স্টাফ থেকে শুরু করে পুরো স্কোয়াডই প্রায় নতুন। তবে এ সময় চেলসির কৌশল নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এত টাকা খরচ, এত খেলোয়াড় কেনা, তা যে সঠিক ছিল, তার প্রমাণ দেওয়ার একমাত্র উপায় ছিল ট্রফি জেতা। গত মৌসুমে লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ফাইনালে হেরে সে সুযোগ হাতছাড়া হয়েছিল। এবার অবশেষে চেলসি ট্রফি জিতল।
কনফারেন্স লিগ জয়ের পর চেলসি কোচ এনজো মারেস্কাও বললেন নতুন যুগের কথা, ‘আশা করি, এটিই হবে আমাদের পথ চলার সূচনাবিন্দু। জয়ের মানসিকতা গড়ে তুলতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে, টুর্নামেন্ট জিততে হবে। আমরা আজ রাতে যে ট্রফিটা জিতেছি, সেটি আমাদের আরও এগিয়ে নেবে। তবে আমি প্রিমিয়ার লিগে আমাদের ফল নিয়েও ভীষণ গর্বিত। আমার দৃষ্টিতে এটি বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা। এখানে ৩৮টি ম্যাচে ধারাবাহিক থাকতে হয়, আমার খেলোয়াড়েরা সেটা দেখিয়েছে।’ সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে ২০ দলের মধ্যে চতুর্থ হয়েছিল চেলসি। বোয়েলি যুগের প্রথম ট্রফি জয়ের পর এবার ক্লাব বিশ্বকাপে আরও একটি শিরোপার অভিযানে নামবে চেলসি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.