আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহ -জামালপুর রুটে ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ -জামালপুর রুটে ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের আউটার এলাকায় ময়মনসিংহে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, রাতে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের আউটার এলাকায় ঝড়বৃষ্টিতে একটি বড় কড়ই গাছ রেল লাইনেউপড়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আস যাত্রীবাহী জামালপুরগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি ধাক্কা দিয়ে গাছটি সরিয়ে ফেলে। এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় জামালপুর- ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকর্মীরা ট্রেনের বিকল্প ইঞ্চিন নিয়ে আসে। তিনি বলেন, এ ঘটনায় সকাল সাড়ে ৬টার দিক বিকল্প ইঞ্চিন লাগানো হলে ট্রেনটি তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.