• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ মোহাম্মদপুরের সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান টুন্ডা বাবু গ্রেপ্তার মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা: অভিযোগ তারা মাদক কারবারি শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ

শেরপুর এ বন্য হাতির তাণ্ডব লোকাল এ এসে ঘুমন্ত বৃদ্ধাকে ঘরে থেকে টেনে নিয়ে হত্যা

প্রভাত রিপোর্ট / ৪০ বার
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা,নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে লোকালয়ে হানা দিয়ে ছুরতন নেছা নামে পয়ষট্টি বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে বন্যহাতির দল। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘুমন্ত ওই বৃদ্ধার ঘরে হানা দিয়ে ঘর থেকে টেন বরে করে বাড়ির আঙিনায় ফেলে তাকে নির্মমভাবে হত্যা করে। বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখ এর স্ত্রী।
স্থানীয় সূূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে। বন বিভাগ জানায়, অতিসম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের কেন্টিনে হানা দিয়ে কেন্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে পিষ্টে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। গত ২০ মে রাতে ঝিনাইগাতি উপজেলার বড় গজনী সড়কের দরবেশ তলা ও গজনী-বাকাকুড়া সড়কে দু’জনকে নির্মমভাবে হত্যা করে বন্যহাতির দল।
মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী জানান, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইলিফেন্ট রেস্পন্স টিম ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে পারেনি। এমন ভয়ংকর তান্ডব হতে মুক্তি পেতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও