আজ
|| ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে ঢাবিতে নাগরিক সংহতি সমাবেশ
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৫
প্রভাত রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এটিএম আজহারুল ইসলামকে খালাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে বৃষ্টির মধ্যেই নাগরিক সংহতি সমাবেশ করেছে বাম সংগঠনগুলো। শনিবার (৩১ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এ নাগরিক সংহতি সমাবেশে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের রাজনীতির প্রতি নিন্দা জানানো হয়।
বৃষ্টিতে দাঁড়িয়ে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, ‘আজ আমরা আশাহত হয়ে দাঁড়িয়েছি। যে শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছে, যে নারীরা অধিকারের জন্য লড়াই করছে, তাদের ওপরই হামলা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বললে ইসলামবিরোধী অপপ্রচারের ট্যাগ লাগিয়ে দমন করা হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’
আনু মোহাম্মদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং এর প্রতিবাদ জানালে কিছু ছাত্র সংগঠন গণতন্ত্রকামী শিক্ষার্থীদের ওপরে হামলা চালাচ্ছে। নারীদের টার্গেট করে তারা হামলা করছে। যখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা হয়, সেটাকে ইসলামবিরোধী কথা বলে অপপ্রচার চালায়। ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতিতে ফায়দা নিতে চায়।’
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধী আজহারের খালাসের প্রতিবাদে মশাল মিছিলে ছাত্র শিবির দুই দফা হামলা চালায়। ১৯৯৩ সালে শহীদ রিমুর হত্যার মতোই আজ আবার শিবির সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। রাবিতে সন্ত্রাসের এই ধারা যদি অব্যাহত থাকে, তবে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো বিপন্ন হতে বাধ্য।’
তিনি বলেন, ‘ছাত্ররাজনীতিকে দখল নিয়ে হাতিয়ার বানিয়ে যারা ক্যাম্পাসে সহিংসতা ছড়াচ্ছে, তাদের প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’
Copyright © 2025 প্রভাত. All rights reserved.