আজ
|| ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
গাজীপুরে পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৫
প্রভাত সংবাদদাতা, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্মকর্তার বাবার বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পুলিশ কর্মকর্তার বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মালামাল লুটে নেয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা গ্রামের ব্যবসায়ী নাজমুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষিয়টি নিশ্চিত করেছেন। ডাকাতির শিকার ব্যবসায়ী নাজমুল আলমের মেয়ে আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত।
ব্যবসায়ী নাজমুল আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জনের ডাকাত দল বাড়ির নিচতলার পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা দোতলায় উঠে দরজা ভেঙে ব্যবসায়ী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ চার লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে ব্যবসায়ীর মেয়ে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বাবার বাড়ি কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা গ্রামে আসেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.