আজ
|| ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
জামায়াত ও ইশরাক ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৫
প্রভাত রিপোর্ট: জামায়াতের নিবন্ধন, প্রতীক ও বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রবিবার (০১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের একথা বলেন।
সচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের কপি হাতে পাইনি। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় রোববার বাতিল করেন আপিল বিভাগ। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে জানতে চাইলে ইসি সিনিয়র সচিব বলেন, এখনও পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পর এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রায়ের কপি পাওয়ার পর কমিশন বসবে। আইনগতভাবে তারা (জামায়াত) যা প্রাপ্য, তা পাবেন। কোনো কাগজ হাতে না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রাতিষ্ঠানিক বক্তব্য আমি দিতে পারব না।
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা পেয়েছেন কিনা জানতে চাইলে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইশরাকের বিষয়েও আদালতের কোনো নির্দেশনা আমরা পাইনি। কিছু অবজারভেশন ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনগতভাবে বিষয়টি কোন দিকে যাবে জানতে চাইলে ইসি সচিব বলেন, আইনগতভাবে সেটা কোন দিকে গড়াবে সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.