আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
মা হলেন বলিউড অভিনেত্রী শারমিন সেগাল
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২৫
প্রভাত বিনোদন: মা হলেন বলিউড অভিনেত্রী শারমিন সেগাল। গত ২৮ মে আমান মেহতার ঔরসে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। গতকাল রবিবার রাতে অভিনেত্রীর মা হওয়ার খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার। ২০২৩ সালে ইতালিতে বিয়ে বিয়ের শারমিন ও আমান।শারমিন হলেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ভাতিজি। অন্যদিকে আমান ভারতীয় শিল্পপতি সামির মেহতার সন্তান।
সঞ্জয় লীলা বানসালির সিরিজ ‘হীরামান্ডি’ দিয়ে পরিচিতি পান শারমিন। এই সিরিজে তাঁর অভিনয়ের সমালোচনাও হয়। অনেকেই মনে করেন, নির্মাতার আত্মীয় হিসেবেই তিনি সুযোগ পেয়েছেন। ২০১৯ সালে ‘মালাল’ সিনেমা দিয়ে বলিউডের অভিষেক শারমিনের। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারের সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পান।
অভিনয় ছাড়া সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন শারমিন। ক্যামেরার পেছনে তিনি কাজ করেছেন ‘মেরি কম’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.