আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
লালমনিরহাটে ৭ বছর পর জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৫
নুরুল ফেরদৌস,লালমনিরহাট: ৭ বছর পর লালমনিরহাট জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলকে সভাপতি ও জাহাঙ্গীর খানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (৩ জুন) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লালমনিরহাট জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ আমরুল হাসান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জোয়ার্দার তৌফিক হাসান শাওন। অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে ২০১৮ সালের জুনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত এক চিঠিতে নাজমুল হুদা লিমনকে জেলা ছাত্রদলের সভাপতি, জাহাঙ্গীর আলম আনন্দকে একটি কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রায় ৭বছর পর মঙ্গলবার নতুন করে এ কমিটি ঘোষণা করা হয়েছে
Copyright © 2025 প্রভাত. All rights reserved.