আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ধীরে ধীরে জমছে রাজধানীর হাট , বিক্রিও বাড়ছে
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর ডেমরার ডগাইর পূর্বপাড়ার বাসিন্দা মান্নান মানু। ঈদুল আজহায় কোরবানির জন্য সারুলিয়া পশুর হাট থেকে মাঝারি আকারের একটি গরু কেনেন তিনি। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় মান্নান মানুর সঙ্গে কথা হয়। তখন তিনি ব্যবসা প্রতিষ্ঠান ডগাইর বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ বছর হাটে গরুর দরদাম নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে মান্নান মানু বলেন, ‘বিক্রেতা ২ লাখ ২০ হাজার টাকা দাম চেয়েছিলেন। গরুটি পছন্দ হওয়ায় দেড় লাখ টাকা দাম বলি। পরে আরও ১০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকায় বনিবনা হয়। বাজারে গরুর দাম স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর হাটগুলোতে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (৩ জুন) থেকে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। হাট শুরুর প্রথম দিন বিকেলে সারুলিয়া-চিটাগাং রোড, শনির আখড়া পশুর হাটে গিয়ে ক্রেতাদের ভিড় দেখা গেছে। প্রথম দিনের তুলনায় হাটে গরু-ছাগল বেশ বিক্রি হচ্ছে বলে জানালেন হাটসংশ্লিষ্ট ব্যক্তি ও হাটে কোরবানির পশু আনা বিক্রেতারা। ক্রেতারাও দাম নিয়ে তাঁদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, এসব হাটের নির্ধারিত এলাকা ছাড়িয়ে রাস্তার পাশে খোলা জায়গাতেও (গদি) ত্রিপলের ছাউনি ও প্যান্ডেল খাটিয়ে গরু রাখা হয়েছে। সারা দেশ থেকে গরু নিয়ে আসা পাইকার, ব্যবসায়ী ও খামারিরা নিজেদের গরু এসব ছাউনির নিচে বেঁধে রেখেছেন। হাটে প্রবেশের মূল ফটকে ক্রেতাদের সমাগম দেখা গেছে। কেউ পছন্দের গরু কিনে বাড়ি ফিরছিলেন, কেউ আবার কোরবানির পশু কিনতে হাটে ঢুকছিলেন।
বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দেড় ঘণ্টায় শতাধিক ক্রেতাকে পছন্দের পশু কিনে ওই ফটক দিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হতে দেখা গেছে। এসব গরু ৭২ হাজার থেকে ২ লাখ ১০ হাজার টাকার মধ্যে কিনেছেন বলে জানালেন ক্রেতারা।
শরীয়পুরের গরু ব্যবসায়ী বদর আলী জানালেন, এবার তিনি মোট ৪০টি গরু হাটে এনেছেন। তিনি শনিবার রাতে হাটে পৌঁছান।
এ পর্যন্ত তাঁর ৭টি গরু বিক্রি হয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.