আজ
|| ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে মহর্রম, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সেলিম গাজী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সেলিম গাজী (২৮) কে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানার পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে উপজেলার বৈঠাকাঠা বাজার সংলগ্ন তার শশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ( ওসি) মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া। গ্রেপ্তার ওই নেতা নাজিরপুর উপজেলার ৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের দুলাল গাজীর ছেলে সেলিম গাজী (২৮) । তিনি ঐ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া সেলিম গাজীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম গাজীকে কে গ্রেপ্তার করা হয়েছে গাড়ি পোড়ানো সংক্রান্ত একটি মামলায়। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে । (৪ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.