আজ
|| ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
ঢাকা মেডিকেলে ঈদের দিনেও সেবা কার্যক্রম চালু
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২৫
প্রভাত রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বরাবরের মতো ঈদুল আজহায় রোগীদের বিশেষ খাবার দেয়া হয়েছে। পাশাপাশি ঈদ ছুটিতেও রোস্টার অনুযায়ী চিকিৎসক, নার্স, স্টাফসহ সবাই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ঈদের দিন হাসপাতাল পরিদর্শনে আসেন উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম। তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসক ও স্টাফদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
শনিবার (৭ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ঈদের দিনেও ঢাকা মেডিকেলে দুই হাজারের অধিক রোগী ভর্তি আছে। ভর্তি রোগী ছাড়াও জরুরি বিভাগে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ঈদের ছুটিতেও প্রায় দুইশত চিকিৎসক এবং ছয় শতাধিক নার্স ঢাকা মেডিকেলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। তিনি আরও বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি ঈদের দিনে রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের খাবার দেয়া শুরু হয়েছে। রোগীদের পাশাপাশি আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও ঈদের দিনে পরিবার রেখে হাসপাতালে আছেন। সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই আমাদের হাসপাতালে আসা। তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের খোঁজ নেন এবং ঈদের দিনেও সেবা কার্যক্রম চালু রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
উপপরিচালক বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে কথা বলেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.