• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম

লক্ষ্মীপুরে অতিরিক্ত বাস ভাড়া একজনের জরিমান

প্রভাত রিপোর্ট / ৩২ বার
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় রোধে অভিযান চালিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। গত মঙ্গলবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিআরটিএ ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় শহরের বাস টার্মিনাল ও মজু চৌধুরী ঘাট এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এমন কোনো অনিয়ম না ঘটে, সে বিষয়ে কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানো রোধেও অভিযান পরিচালিত হয়। এক চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও