আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের ওপর বর্তাবে: তীব্র নিন্দা রাশিয়ার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৫
প্রভাত ডেস্ক: রাশিয়া বিনা উস্কানিতে ইরানে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি সতর্ক করে দিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন উভয়েরই লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয় হয়, এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সামরিক পদক্ষেপের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছে। এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের ওপর বর্তাবে। আজ ভোরের দিকে ইসরায়েলের এই হামলা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি এবং সেনাবাহিনীর ডেপুটি চিফ জেনারেল স্টাফ গোলাম আলী রশিদসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ছয়জন পারমাণবিক বিজ্ঞানীও রয়েছেন।
আগামী রবিবার (১৫ জুন) ওমানে শুরু হতে যাওয়া মার্কিন-ইরান পারমাণবিক আলোচনার মাত্র ৪৮ ঘণ্টা আগে এ হামলাটি ঘটল। এর ফলে নতুন করে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার ওপর সন্দেহের সৃষ্টি হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা ইসরায়েলের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের একটি সার্বভৌম সদস্য রাষ্ট্র, তার নাগরিক, ঘুমন্ত শান্তিপূর্ণ শহর এবং পারমাণবিক শক্তি অবকাঠামো স্থাপনার বিরুদ্ধে বিনা উস্কানিতে সামরিক হামলা স্পষ্টতই অগ্রহণযোগ্য।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি সম্পর্কে যে কোনো সন্দেহ ও কুসংস্কার দূর করার জন্য সংঘাত কমাতে এবং সমাধান খুঁজে বের করার জন্য কষ্টার্জিত বহুপাক্ষিক প্রচেষ্টাকে দুর্বল এবং পিছিয়ে দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মস্কো পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া আশা করে, সংস্থাটি পরিস্থিতির একটি মূল্যায়ন প্রদান করবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার সম্ভাব্য রেডিওলজিক্যাল পরিণতি বিশ্লেষণ করবে।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, মস্কো ইরানের পারমাণবিক সমস্যার কোন সামরিক সমাধান দেখতে চায় না। এটি কেবলমাত্র শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে অর্জন করা যেতে পারে।
বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি এই পদ্ধতিটি শেষ পর্যন্ত জয়লাভ করবে। আমরা পক্ষগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই, যাতে আরও উত্তেজনা বৃদ্ধি না পায় এবং পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঝুঁকে না পড়ে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা দেশটির পারমাণবিক অবকাঠামোতে হামলার পর আইএইএ-র বিরুদ্ধে ইসরায়েলের সাথে যোগসাজশের অভিযোগ এনেছে। এছাড়া বিমান হামলার পর তেহরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সতর্ক করে দিয়েছেন, শুক্রবারের হামলার জন্য ইসরায়েলের 'কঠোর শাস্তি আশা করা উচিত'।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.