আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৫
মো.বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবাসহ মো.লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দর বাজারের স্থানীয় জনতা।
সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তিকে তাদের চলাফেরা সন্দেহজনক হলে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফ নামে দুই ব্যক্তির নেতৃত্বে তাদেরকে ধরে ফেলেন এবং তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। পরে নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে এস আই মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।
আটক মাদক কারবারি লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের মোঃ টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া একই জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ চান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের কাছে মাদক আছে এরুপ সংবাদ দিলে, এস আই সরোয়ারের ও এস আই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দু ব্যক্তির নিকট থেকে ৪৮০ পিস মাদক ইয়াবা উদ্ধার করা হয়। আসামীদের গ্রেফতার করে নাজিরপুর থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। নাজিরপুরের সকল ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের তালিকা অনুযায়ী আমাদের টিম কাজ করছে ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.