• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যবসায়ীকে হত্যা, ২ নেতাকে আজীবন বহিষ্কার করলো যুবদল সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি রাজধানীতে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চট্টগ্রামে বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিটফোর্ডে শতাধিক লোকের সামনে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়ে তাক লাগিয়ে দিলো নিবিড় আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর

আ. লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৫ সদস্য গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ১১৬ বার
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, ৬৫ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং মুজাহিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন (৬০) কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন, ১১ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকন (৫৭), কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান (৬২) ও তুরাগ থানার ৫৩ নাম্বার ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৮)। বুধবার (১৮ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে মোহাম্মদ বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। মঙ্গলবার রাতে ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মালেক আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।
অন্যদিকে পাইকপাড়া এলাকা থেকে শফিকুল ইসলাম লিংকনকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি দল। একই দিন রাতে চকবাজার এলাকা থেকে হাজী লুৎফর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি দল। ডিবি ওয়ারী বিভাগের অপর এক টিম দিয়াবাড়ি এলাকা থেকে মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও