আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কলেন বিএনপি নেতা
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৫
শুভংকর দাস বাচ্চু, কচুয়া : বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। গতকাল কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের সময় সংকট নিরসনের জন্য সবার পাশে থাকার আশ্বাস দেন তিনি। এসময় কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হাসান মাহমুদ, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় তিনি রোগী, রোগীর স্বজন ও চিকিৎসকদের কাছ থেকে হাসপাতালের সংকট বিষয় জানেন। সংকট নিরসনে আশ্বাস দেন।রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগে খুশি রোগী ও রোগীর স্বজনরা।পরিদর্শন শেষে তিনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ ও অবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক এর সাথে সাক্ষাৎ করেন। তারা চিকিৎসক, জনবল সংকটসহ ভবনের দুর্দশার কথা জানান এই নেতাকে।বিএনপির নেতাকর্মীরা জানান, খান মনিরুল ইসলাম শুধু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয় জেলার প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য পরিদর্শন করছেন। শুধু স্বাস্থ্য বিভাগ নয় শিক্ষা সহ এলাকার উন্নয়ন কর্মকান্ড, মাদক, সন্ত্রাস ও সামাজিক অনাচারের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা রাখছেন। আর এই কর্মকাণ্ড ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান নেতাকর্মীরা।
বিএনপি নেতা খান মনিরুল ইসলাম বলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুবই নাজুক। হাসপাতালটি নিজেই রোগী।চিকিৎসক নেই, ভবন নেই খুবই খারাপ অবস্থা। এসব সংকট নিরসনের জন্য সবার পাশে থাকার আশ্বাস দেন এই নেতা।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.