আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নেত্রকোণা জেলা কারাগারে মৌসুমি ফল বিতরণ
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৫
দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা: নেত্রকোণা জেলা কারাগারের নিজস্ব ব্যবস্থাপনায় কারাবন্দি ও কারা কর্মকর্তা/কর্মচারীদের মাঝে বুধবার মৌসুমি ফল (আম, জাম ও কাঁঠাল) বিতরণ করা হয়েছে। এতে কারাবন্দিরা যেমন পুষ্টিকর খাবার পেয়ে আনন্দিত হন, তেমনি মনেও এক ধরনের প্রশান্তি অনুভব করেন। মানবিক এই কায্যক্রমে উপস্থিত ছিলেন জেল সুপার মো: আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান, মোহাম্মদ আবু সাদ্দাত, জেলার (ভারপ্রাপ্ত), রিপন চন্দ্র দাস এবং কারা অধিদপ্তরের অন্য কর্মকর্তারা। এক কারাবন্দি বলেন, ‘আমরা তো অনেক সময় বাইরের স্বাদ থেকে বঞ্চিত থাকি। আজকের এই আম আর কাঁঠালের স্বাদ শুধু ফল নয়, আমাদের মনে এক ধরনের আপনজনের স্পর্শ এনে দিয়েছে। কারা কর্তৃপক্ষের এই উদ্যোগ আমাদের মনে আশা জাগিয়েছে।’ এই আয়োজনের বিষয়ে জেল সুপার মো: আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান বলেন, ‘কারাগার শুধুই শাস্তির জায়গা নয়—এটি একটি সংশোধনের ক্ষেত্র। আমরা চাই, কারাবন্দিরা এখানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুক। মৌসুমি ফল বিতরণের মতো ছোট ছোট উদ্যোগই তাদের মনে মানবিকতা ও স্বাভাবিক জীবনের আশা ফিরিয়ে আনতে পারে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এমন কায্যক্রম অব্যাহত থাকবে।’ এই আয়োজনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশ জেল প্রশাসন শুধু আইন প্রয়োগকারী সংস্থা হিসেবেই নয়, বরং এক মানবিক ও সহানুভূতিশীল প্রতিষ্ঠান হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.