আজ
|| ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ইরানের পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞরা
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৫
প্রভাত ডেস্ক: ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, এসব আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং ইরানে কর্মরত রুশ বিশেষজ্ঞদের জন্য সরাসরি হুমকির সৃষ্টি করছে।
সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে (SPIEF) এক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমরা মনে করি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তিনি আরও বলেন, এই ধরনের হামলা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে বুশেহর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
রাশিয়া একইসঙ্গে যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে, এই সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়া হতে পারে অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি-সহ অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ।
জাখারোভা বলেন, আমরা ওয়াশিংটনকে আহ্বান জানাচ্ছি, যেন তারা এই সংঘর্ষে সামরিক সম্পৃক্ততা থেকে বিরত থাকে। কারণ এতে কেবল উত্তেজনাই বাড়বে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। তিনি ইরানে ইসরায়েলের সামরিক অভিযানকে ‘বিনা উসকানিতে আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন। সূত্র : আল-জাজিরা ও আনাদোলু এজেন্সি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.