আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
জেলগেট থেকে ফের ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি অনি আটক
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৫
ময়মনসিংহ ব্যুরো: জেলগেট থেকে ফের ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি নওশেল অনি (৩৫) কে আটক পুলিশ। জামিনে কারামুক্ত হয়ে বের হওয়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সামনে থেকে তাকে আটক করা হয়। রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ড ঠেকাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অনির বিরুদ্ধে ডিসি বাংলো ভাঙচুর, শহীদ সাগর হত্যা মামলা, বিএনপি অফিস এবং দলটির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বাসা ভাঙচুরের মামলা রয়েছে। এর মধ্েয ৩টি মামলায় নিম্ন আদালত এবং সর্বশেষ গত ২৫ মে উচ্চ আদালত থেকে অপর মামলায় জামিন লাভ করে। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর পলাতক থাকা অবস্থায় ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা অনিকে গ্রেপ্তার করে র্যাব।
অনির বড় ভাই নওফেল আহমেদ অমি খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সব মামলায় জামিন লাভের পর কারা ফটক থেকে অনিকে আটক করেছে পুলিশ। বতর্মান তাকে কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, রাষ্ট্র বিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ড ঠেকাতে তাকে আটক করা হয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.