আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ভান্ডারিয়ায় মটরসাইকেল চোর গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৫
প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রিফাত শেখ (২২) নামে এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন ) দিনগত রাতে ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক রিপন কুমার বিশ্বাস অভিযুক্ত চোর রিফাতকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার গাজীরপুর থানা এলাকায় থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. রিফাত শেখ ভাণ্ডারিয়ার ধাওয়া গ্রামের কামাল শেখ এর ছেলে। পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
থানা সূত্রে জানাগেছে, ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের গাজী আবু নাঈম নামে এক কলেজছাত্র নিজের মোটরসাইকেল গত সাত রমজানে ইফতারি কেনার সময় গাড়িটি স্থানীয় বাজারে দাড় করে রাখেন । এসময় চোর রিফাত শেখ মটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়। ঘটনার পর কলেজ ছাত্রের মা সাহেলা বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক রিপন কুমার বিশ্বাস ঘটনা নিশ্চিত করে বলেন,চোর রিফাতকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার গাজীপুর থানা এলাকা থেকে প্রথমে আটক করা হয়। পরে তার তথ্যমতে শ্বশুরবাড়ী চাঁদপুরের হাজীগঞ্জ ডেরা গ্রামের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে গাড়ি উদ্ধার করা হয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.