আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনের কারাদণ্ড
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৫
প্রভাত সংবাদদাতা,পিরোজপুর:পিরোজপুরের নাজিরপুরে বলেশ্বর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার( ২১ জুন)দুপুর ১২. ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেয়া হয়। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযুক্তরা হলেন— উপজেলার চরখালী গ্রামের সেকেন্দার আলী শেখ এর পুত্র আতিয়ার শেখ (৪০) ও একই গ্রামের ইয়াকুব আলী শেখের পুত্র মিলন শেখ (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বলেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় মামলায় দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দুজনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠান।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.