আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নাজিরপুরের ঘোষকাঠী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৫
মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরের ঘোষকাঠী মহাবিদ্যালয়ের ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২জুন) সকাল ১১ টায় মহাবিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায় জানানো হয় পরীক্ষার্থীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষকাঠী মহাবিদ্যালয়ের সভাপতি ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ঘোষকাঠী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুন কুমার পাইক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোষকাঠী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঘোষকাঠী মহাবিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.