আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
১৮ দিনে প্রবাসী আয় ১৮৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৫
প্রভাত রিপোর্ট: চলতি জুন মাসের ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১.৮৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২২ হাজার ৯০২ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রবিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত মোট ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৩ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
সদ্যবিদায়ী মে মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তারও আগে, গত মার্চে এসেছিল সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) জুলাই মাসে দেশে রেমিট্যান্স আসে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। এরপর আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.