প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্র একটি বানোয়াট ও অযৌক্তিক অজুহাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। খবর বিবিসির। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে। সেই সঙ্গে তিনি জানান, ইরানের পক্ষ থেকে যথাযথ জবাব কখন, কীভাবে এবং কতটা দেওয়া হবে তা দেশটির সশস্ত্র বাহিনী ঠিক করবে। এক দীর্ঘ বক্তব্যে ইরাভানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দোষারোপ করে বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি ব্যয়বহুল ও ভিত্তিহীন যুদ্ধে টেনে এনেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
ইরাভানি আরও বলেন, ইসরায়েল এক মিথ্যা ও প্রতারণামূলক গল্প ছড়িয়েছে যে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে।
ইরাভানি বলেন, আন্তর্জাতিক সংস্থা ও কিছু পশ্চিমা দেশ যেমন ফ্রান্স ও যুক্তরাজ্যের নীরবতা, দ্বিচারিতা ও সহযোগিতা সমানভাবে নিন্দনীয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনে এই আহ্বানের মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করেন।