আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
তিতাসে গলায় উড়না পেচিয়ে নারীর আত্মহত্যা
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৫
মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর: কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারমপুর গ্রামে মঙ্গলবার (২৪ জুন) দুলারামপুর জাহিদুল ইসলাম এর বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সায়েমা(২২) স্বামী মো: জাহিদুল, দুলারামপুর, দক্ষিণ পাড়ায় আত্মহত্যা করেন।
জানা যায়, সোমবার (২৩ জুন) রাতে সায়মা স্বামী সন্তানসহ খাওয়া দাওয়া শেষে তাদের নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। স্বামী জাহিদুল ইসলাম ভোর অনুমান ০৭:৩০ ঘটিকার সময় ঘুম থেকে উঠে তার ছেলে মেয়ে কে নিয়ে স্থানীয় বাজারে বাজার করতে যান। বাজার থেকে মাছ তরকারি কিনে ঘরে এসে দেখে তার রুমের দরজা ভিতর থেকে বন্ধ করা। তিনি স্ত্রীকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে পিছনের জানালা দিয়ে দেখেন তার রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এসময় তিনি আশপাশের লোকজনদের জানালে স্থানীয় মেম্বারসহ লোকজন এসে থানায় সংবাদ দেয়।
সংবাদের ভিত্তিতে জরুরি মোবাইল ডিউটি অফিসার এসআই কমল কৃষ্ণ ফোর্সসহ ঘটনাস্থলে যান। স্থানীয় মেম্বার ও লোকজনের সামনে উপস্থিত লোকজন দিয়ে দরজা ভেঙ্গে মৃতা সায়েমা'কে তার রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পেয়ে নারী পুলিশ ও মহিলাদের সহায়তায় মৃতা সায়েমাকে নামানো হয়। শালীনতার প্রতি সতর্ক দৃষ্টি রেখে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.