• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলেন সাঈদ খান আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা এই ত্রাণবহর ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালির প্রধানমন্ত্রী একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটক করা হয়েছে, দাবি ইসরায়েলের ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরায়েল, ‘গুরুতর অপরাধ’ বলল দক্ষিণ আফ্রিকা আটক অধিকারকর্মীদের ‘কঠোর’ কারাগারে রাখতে পারে ইসরায়েল নারী বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের ডেমরায় প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব শরণখোলায় মৎস্যজীবীদের মানববন্ধন ট্রাম্পের পরিকল্পনা: গাজার সঙ্গে ৮ মুসলিম দেশের কেন এই বিশ্বাসঘাতকতা?

নাজিরপুরের গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৫২৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মোঃ বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪জুন) সকাল ১১ টায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায় জানানো হয় পরীক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব, আবু হাসান খান, যুগ্ম আহবার মোঃ আসাদুজ্জামান টিপু হাজরা, মোঃ রফিকুল ইসলাম ফরাজী, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপার সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান শরীফ এর সভাপতিত্বে ও দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য রাখেন।
এবং আগামী পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করে সফলতার সাথে নিজের জীবন ও কলেজের মান উন্নয়ন করা যায় সে বিষয়ক কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দেশের মধ্যে যেন শিক্ষার মান উন্নয়ন করতে পারে এবং কলেজের সকল ব্যবস্থা যেন উন্নয়ন হয় সে ব্যাপারে সকলের সতর্কতার সাথে শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ করার কথা জানান তিনি। এছাড়াও তিনি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন,তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে উঠতে হবে। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হতে হবে। পরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ বছর এই কলেজ থেকে২২৯জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও