আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৫
মো.বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বি এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ । বুধবার (২৫ জুন ) সকাল ১০টার দিকে নাজিরপুর উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা ইউএনও মোঃ ফজলে রাব্বিকে জনবান্ধব প্রশাসন, দক্ষতা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তার হঠাৎ বদলি আদেশে হতাশা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন,নাজিরপুর ক্রীড়া একাডেমির সভাপতি, মোঃ মিজানুর রহমান শরীফ,কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মোঃ তাওহিদুল ইসলাম ফরাজী,এস এম মেহেদী হাসান,সেখ মাটিয়া ইউনিয়নের বাবুরহাট ফ্রেন্ডস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম শেখ,সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃজববার আলী শেখ , মোঃহুমায়ন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (লিলন),উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান টিপু হাজরা, মোঃ রফিকুল ইসলাম ফরাজী, দীর্ঘা ইউনিয়ন-বিএনপির যুগ্ন আহ্বায়ক, মোঃ খাইরুল ইসলাম সহ প্রমুখ।
বক্তারা বলেন, ইউএনও মোঃ ফজলে রাব্বি যোগদানের পর থেকে জনগণের সেবা ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করেছেন। তার বদলি স্থানীয় জনগণের জন্য এক বড় ধাক্কা। তারা অবিলম্বে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার করে তাকে নাজিরপুরে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
স্থানীয়দের মতে, একজন দায়িত্বশীল ও জনবান্ধব প্রশাসকের হঠাৎ বদলি এলাকার উন্নয়ন ও জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা আশা করেন, গণদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
জানা গেছে, ২০২৫সালের মার্চ মাসে ইউএনও মোঃ ফজলে রাব্বি যোগদান করেন। নাজিরপুরে প্রায় চার মাস দায়িত্ব পালনে কখনো তিনি এক ঝাঁক শিশুর মাঝে, কখনো আবার রোগে আক্রান্ত জনের পাশে, কখনো আবার অসহায়দের সহযোগিতা কামনায়। এভাবেই উপজেলাবাসীর সুখে দুঃখে সবার আগে হাজির হওয়ার চেষ্টা তার। এসব কারণে ইতোমধ্যে সবার কাছে নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি।
এদিকে ২৪ জুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)বরিশাল মোঃ সোহরাব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নাজিরপু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বিকে মনপুরা, ভোলা বদলি করা হয়।এরপর থেকেই উপজেলা সর্বস্তরের জনসাধারণ তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.