আজ
|| ৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা মহর্রম, ১৪৪৭ হিজরি
আসছে মনোজ বাজপেয়ীর ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৫
প্রভাত বিনোদন : অবশেষে অপেক্ষার অবসান! আবারও ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’। অভিনেতা মনোজ বাজপেয়ী এবং শরিব হাশমি অভিনীত জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার-এর তৃতীয় কিস্তি আসছে এবার। ইতিমধ্যে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-র ফার্স্ট লুকও প্রকাশ্যে। এই সিরিজের নির্মাতা রাজ এবং ডিকে সম্প্রতি সিরিজটির একটি পোস্টার ভাগ করে নেয়। তাতে রাখা হয়েছে চমক! মনোজ বাজপেয়ীকে দেখেই দেখেই যেন ভক্তমহলে ওঠে বাঁধভাঙা উচ্ছ্বাস। পোস্টারে মনোজ বাজপেয়ী একেবারে মাঝখানে—চেনা সেই কড়া, নিঃশব্দ চোখের চাহনি, যেন বলে দিচ্ছে, এবারের মিশন মোটেই সহজ নয়। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে বেশ কিছু অস্ত্রধারী অচেনা মুখ—যেন মুহূর্তেই বিপদ এসে যাবে। এবং সামনে পোস্টারের ওপর বড় হরফে লেখা—‘দ্য ফ্যামিলি ম্যান রিটার্নস’। এদিকে সিরিজটির স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম জানিয়েছিল, সিরিজটি ২০২৫ সালে মুক্তি পাবে। সেই একই কথা সম্প্রতি বলেছেন অভিনেতা মনোজও।
অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্ম এর মাঝে অন্যতম আলোচিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ফ্র্যাঞ্চাইজি। বলা বাহুল্য, তৃতীয় কিস্তিতেও মনোজ বাজপেয়ী ও শরিব হাশমি ফিরছেন তাদের জনপ্রিয় চরিত্রে। আর সে খবরেই অবশেষে অপেক্ষার অবসান ঘটছে দর্শকদের।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.