আজ
|| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
কচুয়ায় গোপালপুর বিদ্যুৎ স্পৃষ্টে কাঁঠমিস্ত্রির মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৫
প্রভাত সংবাদদাতা, কচুয়া : বাগেরহাটের কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কাঁঠমিস্ত্রি মামুন মৃধা (৩০)এর মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামের এ ঘটনা ঘটেছে। একমাত্র আয়ক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। মামুন মৃধার পরিবারে অসুস্থ্য পিতা ও ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে মামুন মৃধা পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার বাড়ি থেকে যাতায়াতের পথ না থাকায় পথ তৈরী করার উদ্দেশ্যে বাগানের ভিতর থেকে চার(সাকো) দেওয়ার কাজ করছিল। ওই বাগনের মধ্যে হতে বিদ্যুৎ লাইনের তার ঝুলিয়ে রাস্তার পাশে নিয়ে ইজিবাইক চার্জ দিতো পাশবর্তী সাহাজান শেখের ছেলে শিপন শেখ। অসাবধানতা বসত: ওই বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মামুন মৃধা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তা তাকে মৃত ঘোষনা করে। এব্যাপারে আইন গত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.