• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম

ময়মনসিংহে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে র‌্যাব-১৪ কর্তৃক ধর্ষণ মামলার প্রধান আসামী জহিরুল ইসলাম (৩৫) কে গাজীপুর বাসন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জহিরুল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামী। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানায়। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় ভিকটিমের পিতার দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ২৭ মে রাত অনুমান সোয়া দুইটার দিকে জেলার ঈশ্বরগঞ্জ ধানাধীন বাদীর বসতবাড়ীর পাশে ভিকটিমকে একটি খালি রুমে নিয়ে গিয়ে আসামী জহিরুল ইসলাম (৩৫) জোরপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখঃ ০১/০৬/২০২৫ খ্রি. ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২৫)। মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুর এর সহায়তায় বুধবার (২৫ জুন) সন্ধ্যা অনুমান সাড়ে সাত ঘটিকার দিকে জিএমপি গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামী জহিরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রবপুর গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামী‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও