আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
বিএনপি-সিপিসির সমঝোতা দুদেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে:মির্জা ফখরুল
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২৫
প্রভাত রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ জুন) সফর শেষে ফেরার পথে চীনের শিয়ান বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, বিএনপির মহাসচিবের নেতৃত্ব একটি প্রতিনিধিদল চীন সফরে রয়েছে। আজ সকালে বিএনপির প্রতিনিধি সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় সিপিসির সেক্রেটারি বিএনপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। সেখানে কমিউনিটির সদস্য নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম কার্যক্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা সংক্রান্ত উদ্যোগগুলো তুলে ধরা হয়। পরে প্রতিনিধিদলটি একটি জাদুঘর পরিদর্শন করেন, যেখানে শিশুদের সামনে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়।
পরিদর্শন শেষে চীনের শিয়ান বিমানবন্দরে প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান সিপিসির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপির প্রতিনিধিদলটি রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ঢাকা বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানাবেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.