আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্সের’ একটি বাস সড়ক বিভাজকে উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে আহত ব্যক্তি সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ওই বাসের চালককে আটক করা হয়েছে। বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে বলেও জানান ওসি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.