আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
আগামী ৫ ডিসেম্বর ৫ ভাষায় মুক্তি পাবে প্রভাসের ‘দ্য রাজা সাব’
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৫
প্রভাত বিনোদন : ‘বাহুবলী’র সুবাদে সর্বভারতীয় তারকা হয়ে ওঠা প্রভাস এবার নতুনভাবে আসছেন। আগামী ছবি ‘দ্য রাজা সাব’ দিয়ে প্রথমবারের মতো হরর-কমেডির জগতে প্রবেশ করতে চলেছেন দক্ষিণের এই তারকা। হায়দরাবাদে এক জমকালো আয়োজনে সম্প্রতি উন্মোচিত হয়েছে ছবির টিজার। অনুষ্ঠানে ছবির পরিচালক মারুতি জানান, প্রভাসের কমিক টাইমিং দুর্দান্ত। এই ছবিতে তিনি তাঁর ভক্তদের জন্য এক বড় চমক নিয়ে আসছেন। প্রভাসের ৩০ ফুট উচ্চতার কাটআউটকে দুধ দিয়ে স্নান করিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে ছবির পরিচালক মারুতি জানান, তাঁর আগের ছবিগুলো বক্স অফিসে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় অনেক প্রযোজক পিছু হটেছিলেন। তখনই পাশে দাঁড়ান প্রভাস। পরিচালকের কথায়, ‘রাত দুইটার সময় প্রভাস আমাকে ফোন করে বলেন, “স্ক্রিপ্টটা দারুণ হয়েছে।” তিনি ছবিটি শুরু করার সাহস জুগিয়েছিলেন। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। তাঁর সঙ্গে প্রথম সাক্ষাৎ যেন ঈশ্বর দর্শনের মতো। সেটে আমি যেমন চাইতাম, প্রভাস ঠিক তেমনটাই করতেন। তিনি পুরোপুরি পরিচালকনির্ভর অভিনেতা। ছবির প্রতি তাঁর দায়বদ্ধতা অসাধারণ। এমনকি মাঝরাতেও তিনি সিনেমা নিয়ে আলোচনা করতে দ্বিধা করতেন না।’
ছবির অন্যতম আকর্ষণ এর রাজমহলসদৃশ সেট। ৪১ হাজার ২৫৬ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এই সেট। নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যয়বহুল হরর-সেটগুলোর একটি। মারুতি বলেন, যদিও এটি একটি হরর-কমেডি, সেটটি মহাভারতের মহাসভার অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে। দর্শক যেন গল্পের ভেতরে ঢুকে যেতে পারেন, সেটিই ছিল লক্ষ্য। হায়দরাবাদে রাজমহলের এই সেটে সাংবাদিকদের জন্য বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছিল।
ছবির শিল্পনির্দেশক রাজীবন নাম্বিয়ার জানান, সেটের ডিজাইন তৈরি করতে দেড় মাস লেগেছে, নির্মাণে আরও তিন মাস। এই রাজমহল শুধু পটভূমি নয়, ছবির অন্যতম চরিত্র হিসেবেও কাজ করবে। গল্প যত এগোবে, সেটের প্রতিটি কোণে লুকিয়ে থাকা রহস্যগুলো একে একে উন্মোচিত হবে। সিনেমার প্রধান ফটোগ্রাফার কার্তিক পালানি জানান, সেটে আলো সেটআপ করতেই তিন দিন লেগেছে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শুটিং চলেছে।
পরিচালক মারুতির ভাষায়, এটি হতে যাচ্ছে চলতি বছরের অন্যতম বড় বিনোদনধর্মী ছবি। দর্শক যা ভাবছেন, সিনেমাটি তা ছাড়িয়ে যাবে। প্রযোজক টি জি বিশ্বপ্রসাদও জানালেন দৃঢ় আশার কথা, ‘আমাদের লক্ষ্য ছিল এমন এক সর্বভারতীয় মানের ছবি, যা ডিজনির প্রোডাকশনের মতো অভিজ্ঞতা দেবে। কোথাও কোনো কমতি রাখিনি।’
আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘দ্য রাজা সাব’। ছবিতে প্রভাসের সঙ্গে আছেন নিধি আগরওয়াল, মালবিকা মোহানান, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, জারিনা ওয়াহাব। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি—এই পাঁচ ভাষায় মুক্তি পাবে ‘দ্য রাজা সাব’।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.