আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২৫
প্রভাত রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে রাষ্ট্রীয় স্বার্থে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এনবিআরকে আর এমন সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।’ সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে এ ধরনের সমস্যায় আর যেতে হবে না। সবাই অতীতের মতো দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করবে—এটাই আমার আহ্বান।’ তিনি জানান, সোমবার (৩০ জুন) সকাল পর্যন্ত চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি। ‘গত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এ বছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হবে। আগামী কয়েক দিনে আরও কিছু রাজস্ব জমা হবে। চূড়ান্ত হিসাব পেতে ২-৩ সপ্তাহ সময় লাগবে, তবে আমরা আশাবাদী, গত বছরের চেয়ে বেশি আদায় হবে’, বলেন এনবিআর চেয়ারম্যান। তবে গত কয়েক দিনের আন্দোলনের কারণে রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় কিছুটা ধাক্কা লেগেছে বলেও স্বীকার করেন তিনি।
অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের শুরুতে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৫ হাজার কোটিতে নামিয়ে আনা হয়। এই প্রেক্ষাপটে শুধু এনবিআরের রাজস্ব আদায়েই ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশঙ্কা করছে, যা এনবিআরের ইতিহাসে রেকর্ড ঘাটতি হিসেবেও বিবেচিত হতে পারে।
চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে ভবিষ্যতের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.