• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম

খানাখন্দে ভরা কচুয়ার বাধাল-মসনী-পিংগুড়িয়া সড়ক : জনদুর্ভোগ চরমে

প্রভাত রিপোর্ট / ৭৫ বার
আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

শুভংকর দাস বাচ্চু, কচুয়া : বাগেরহাটের কচুয়ায় খানা-খন্দে ভরা বাধাল-মসনী-পিংগুড়িয়া সড়ক যাতায়তে চরম দুর্ভোগ পেতে হচ্ছে যাত্রীদের। প্রতিনিয়ত ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। সড়কটি দ্রুত সংস্কারে দাবি এলাকাসীর।
বাধাল-মসনি-পিংগুড়িয়া সড়কটি বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের একটি জন বহুল সড়ক। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এর বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। যা চলাচলে সমস্যা হচ্ছে। বৃষ্টি হলে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়।
কচুয়া উপজেলার বাধাল বাজার থেকে মসনি গ্রামের মধ্যে দিয়ে মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজার পর্যন্ত বিস্তৃত। এই সড়কটি কচুয়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি দুটি উপজেলার সংযোগ সড়ক। যা স্কুল-কলেজ ছাত্র-ছাত্রী সহ স্থানীয় জনগণের যাতাযাত, ব্যবসা-বাণিজ্যে ব্যবহৃত হয়।
স্থানীয় ভ্যান চালক আলম শেখ বলেন, রাস্তাটি পিজ উঠে ভেঙ্গে ও খানা খন্দে পরিনত হয়েছে। ঝাকুনির ভয়ে আমাদের ভ্যানে যাত্রীরা উঠতে চায় না। ভাংগা রাস্তা ভ্যানের টায়ার ও টিউব নষ্ট হয়। আবার নতুন করে লাগাতে হয়। এভাবে আমাদের অর্থিক ক্ষতি মুখে পড়তে হচ্ছে।
পিক-আপ ড্রাইভার শহিদুল শেখ বলেন, বাধাল-পিংগুড়িয়া রাস্তাটি অবস্থা খুই খারাপ মালামাল নিয়ে চলাচল করা অনেক কষ্টকর। তাই বাধ্য হয়ে অরিক্ত ৫ কিঃমিঃ ঘুরে যেতে হয়। এতে তেল খরচ বেশি হয়।
মিরাজুল ইসলাম রাজা বলেন, রাস্তাটির পিজ উঠে, রাস্তা ভেঙ্গে খানা খন্দে পরিনত হয়েছে। যানবাহনে উঠলে ঝাকুনিতে অসুস্থ হয়ে পড়তে হয়। এছাড়া মসনী একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে রোগীদের যাতাযাতে ভোগান্তি পেতে হচ্ছে। এ অবস্থায় আমরা এলাবাসী রাস্তাটি সংস্কারের দাবি জানাই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও