আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর জেলা যুবদেলর নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ) বিকালে নাজিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বাদ্য বাজনাসহ অংশ নেয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ লিলনের নেতৃত্ব এই আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত। আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে শেষ হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিম সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজেদুল কবীর রাসেলের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক সরদার কামরুজ্জামান তুসার, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, জুবায়ের হোসেন অনিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান শরীফ, ছাত্র নেতা মাজেদুল কবির রাসেল ।
এ সময় বক্তরা বলেন অচিরে রাজপথের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন ধরে যুবদলের কমিটি হয় না। আমাদের নেতা তারেক রহমান অচিরে দেশে আসবে। একটি দল দেশে যাতে নির্বাচন না হয় তার জন্য দেশে অস্থিরতা সৃষ্টি করছে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তারেক রহমানের নেতৃত্ব আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে কামরুজ্জামান তুষার আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করা হয়। এ কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.