• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান ‘বিতর্কিত’ স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন তাপসী তাবাসসুম মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের উৎস: প্রধান উপদেষ্টা

এখন সময় বদলেছে, নারীদের জন্য চরিত্রের পরিসরও বিস্তৃত হয়েছে : স্কারলেট

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
ছবি সংগৃহীত

প্রভাত বিনোদন : হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি যে চরিত্রগুলো পেতেন তার অধিকাংশই পুরুষের বিনোদনের জন্য আবর্তিত হতো। চরিত্রগুলোর মুল কাজই ছিল পুরুষদের আকর্ষণ করা। তবে এখন সময় বদলেছে বলেও জানান তিনি। নারীদের জন্য চরিত্রের পরিসরও অনেকটা বিস্তৃত হয়েছে, দাবি অভিনেত্রীর।
দ্য টাইমস অব লন্ডনে দেয়া এক সাক্ষাৎকারে স্কারলেট বলেন, ‘আমি যখন অভিনয়ে আসি, তখন আমাকে যে চরিত্রগুলো অফার করা হতো সেগুলোর অধিকাংশই ঘুরপাক খেত ‘পুরুষদের দৃষ্টিতে আকর্ষণীয়’ হয়ে ওঠা নিয়ে। সেই চরিত্রগুলোর স্বপ্ন, অভিপ্রায় বা কাহিনি সবই মূলত পুরুষ চরিত্রকে কেন্দ্র করেই গড়ে উঠত।’
‘বার্তা বদলেছে। এখন অনেক বেশি নারী রোল মডেল রয়েছেন। নারীরা দৃশ্যমান শক্তিশালী অবস্থানে আছেন। আমি এমন বহু চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি যারা শুধু আকর্ষণীয় না হয়ে বার্তা দিয়েছে, নারীকে বিকশিত করেছে। এখন আর আগের মতো শুধু পুরুষ-নির্ভর চরিত্র পাই না। কিছু একটা বদলেছে’- যোগ করেন অভিনেত্রী। এই প্রথম নয়, স্কারলেট এর আগেও হলিউডে নারীর উপস্থাপন নিয়ে কথা বলেছেন। ২০২২ সালে তিনি বলেছিলেন, খুব অল্প বয়সেই শিল্পে তিনি ‘হাইপারসেক্সুয়ালাইজড’ হয়ে পড়েছিলেন। অর্থাৎ ইচ্ছের বাইরে অতিমাত্রায় যৌন আকর্ষণের প্রতীক হিসেবে উপস্থাপিত হতেন তিনি। ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত এই তারকার ভাষ্য, ‘আমি যেন একটা অবজেক্ট হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, মানুষ হয়তো ভাবছে আমি ৪০ বছর বয়সী! সেই আকর্ষণ ধীরে ধীরে আমার জন্য বোঝা হয়ে উঠেছিল। আমি নিজের পছন্দমতো চরিত্র পাচ্ছিলাম না। একঘেঁয়ে একটি ঘরে আটকে পড়েছিলাম।’
স্কারলেটের অভিজ্ঞতা হলিউডে দীর্ঘদিনের নারী চরিত্র নির্বাচনের ধারা ও পুরুষ-নির্ভর চিত্রনাট্যের বাস্তবতা ফুটিয়ে তোলে। তবে তার মতে, এখনকার তরুণী অভিনেত্রীরা পাচ্ছেন শক্তিশালী, বৈচিত্র্যময় ও আত্মনির্ভরশীল চরিত্রে কাজ করার সুযোগ। এটি হলিউডে নারীদের জন্য পরিবেশ ও কাজের পরিবর্তনেরই ইঙ্গিত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও