আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুললেন স্যামি
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০২৫
প্রভাত স্পোর্টস : ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গায়ানাভিত্তিক সংবাদমাধ্যম কাইয়েটুর নিউজ গত সপ্তাহে জানিয়েছে, একাধিক নারী ওই খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। কিছু অভিযোগ ২০২৩ সালেরও। তবে এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।
ঘটনার পর এ নিয়ে মুখ খুলেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে গ্রেনাডায় সাংবাদিকদের তিনি বলেন, ‘মিডিয়ায় কী চলছে, তা আমরা সবাই জানি। আমি আমার খেলোয়াড়দের খুব কাছের মানুষ। তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। আমি নিশ্চিত হয়েছি, ওদের মানসিক অবস্থা ভালো আছে।’
স্যামি বলেন, ‘একটা বিষয় আমি জোর দিয়ে বলতে পারি—আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। আমরা এমন একটা সম্প্রদায়ের অংশ, যারা মনে করে, অপরাধ করলে শাস্তি হওয়া উচিত। তবে এর জন্য একটি সঠিক প্রক্রিয়া আছে। আমরা সেই প্রক্রিয়াকে সমর্থন দিয়ে যাব। আমি একজন প্রধান কোচ হিসেবে চাই, প্রত্যেকে যেন ন্যায়বিচার পায়।’
বিষয়টি নিয়ে এখনই উপসংহারে যেতে চান না স্যামি। তিনি সময় চান, ‘আপাতত এসব কেবল অভিযোগ। আমরা বিচারব্যবস্থা সম্পর্কে জানি—সবকিছু সময় নিয়ে এগোয়। যা কিছু ঘটছে, তা নিয়ম মেনেই এগিয়ে যেতে হবে।’
২০২৩ সালের আগেও কোনো ঘটনা ঘটেছে কি না—এমন প্রশ্নের জবাবে স্যামি বলেন, ‘আমি সেই অংশটা জানি না।’ স্যামি ২০২৩ সাল থেকে এই দলের সাদা বলের সংস্করণে কোচ। টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন চলতি বছর। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তদন্ত চালাবে কি না—এ প্রশ্নে স্যামি সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন, ‘আমি নিশ্চিত, তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, এখন পর্যন্ত তাঁরা কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য বা অভিযোগ পাননি। ফলে এ মুহূর্তে প্রতিষ্ঠানটি মন্তব্য করার অবস্থানে নেই। এখন পর্যন্ত কোনো সংবাদমাধ্যম অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেনি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.