• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান : হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ হলো, বুঝে আসে না: প্রিন্স জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, গেজেট প্রকাশ তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ৬৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মো: বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাসে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজমিস্ত্রী মোস্তফা (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুই তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—মোস্তাকিম হোসেন নাইম (২০) ও আহমাদুল্লাহ ওরফে বাবু।
র‍্যাব জানান,কাজ শেষে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আসামিরা মোস্তফার চোখে রড দিয়ে আঘাত করে এবং নির্মম নির্যাতন চালায়। পরে স্কচটেপ দিয়ে চোখ-মুখ পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ জানান, গত ২৮ জুন রাতে তিতাসের ভাটিপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোস্তফার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী বাদী হয়ে পরদিন থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরই জেরে, ডিএমপিতে ২২ সালে মোস্তফার দায়েরকৃত একটি ডায়েরি থেকে ঠিকানা, ফোন নাম্বার ও ফোন চুরি হওয়া সেই সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে র‍্যাবকে জানাই । পরে র‌্যাব-১১ ও র‌্যাব-৬ এর অভিযানে ২ জুলাই (বুধবার) বাগেরহাট জেলার মোংলা ইপিজেড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের তিতাস থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও