• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান : হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ হলো, বুঝে আসে না: প্রিন্স জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, গেজেট প্রকাশ তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ৮৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মো. আবুল হাসানাত আকাশ, শিবচর : দেশী ফল বেশি খাই,আসুন ফলের গাছ লাগাই। তারই ধারাবাহিকতায়,মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা-২০২৫। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভিন খানম। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় এবং জাতীয় পর্যায়ের নানা জাতের ফল ও চারা প্রদর্শন করা হয়েছে। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, নারকেলসহ বিভিন্ন ফল এবং ফলদ বৃক্ষের চারাসহ ১০টিরও বেশি স্টল বসেছে মেলায়।
সাধারণ জনগণের মাঝে পুষ্টির গুরুত্ব ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরতে সচেতনতামূলক বার্তা দেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম । এছাড়াও মেলায় শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড, কসমেটিক পণ্যের স্টল এবং মুখরোচক খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজকরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য হলো স্থানীয় কৃষকদের ফল চাষে উৎসাহিত করা, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১০ জুলাই পর্যন্ত এ মেলা চলবে, তবে প্রয়োজন হলে আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও