আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না: শফিকুর রহমান
প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০২৫
প্রভাত সংবাদদাতা, কুমিল্লা উত্তর: নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।’ আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে ফেনীতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘নতুন-পুরোনো বুঝি না, ভবিষ্যতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাঁদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই এই ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বারবার দিতে না হয়। কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে।’ রাজনীতির নামে যারা অপকর্ম ও লুটপাট করছে, তাদের সাবধান হতে বলেন তিনি। না হলে জনগণই তাদের জবাব দেবে। এর আগে আজ সকাল ৭টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর আরেকটি পথসভায় জামায়াতের আমির বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন, তাঁদের জন্য আমাদের স্পষ্ট বার্তা—মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এ ক্ষেত্রে এই জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।’ চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে দুটি পথসভা সঞ্চালনা করেন মহানগরের সেক্রেটারি মাহবুবর রহমান। পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কুমিল্লা জেলা দক্ষিণের আমির মোহাম্মদ শাজাহান, উত্তরের জেলা আমির আবদুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, এ কে এম এমদাদুল হক, কুমিল্লা-৮ আসনের জামায়াত–মনোনীত প্রার্থী শফিকুল আলম, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান, মোশাররফ হোসাইন প্রমুখ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.