আজ
|| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে’
প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার চাহিদা অনুযায়ী ধান-চাল সংগ্রহ শেষ করেছে। আগামী মাস থেকে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এরপর চালের দাম নিয়ন্ত্রণে আসবে। শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় অন্যদের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান, খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ খাদ্য অধিদপ্তরের খুলনা বিভাগের দশ জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে নওগা ও কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসবে ৫৩ লাখ পরিবার। এসবের সুফল দ্রুতই মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.